ইসলামিক জীবনধারা

রমজানের ক্যালেন্ডার ২০২২। রমজানের সময়সূচি ২০২২

Rate this post

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশে ১৪৪৩ হিজরির রমজানের ক্যালেন্ডার ২০২২ ঘোষণা করা হয়েছে। এই রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ বাংলাদেশের সকল জেলার জন্য প্রযোজ্য হবে।

বিডি ব্লগ টাইম‘ এর আজকের “রমজানের ক্যালেন্ডার ২০২২। রমজানের সময়সূচি ২০২২ pdf” পোস্টে সবাইকে স্বাগতম। আজকের এই পোস্টে আলোচনা করবো আগত রমজান ২০২২ এর ক্যালেন্ডার এবং ২০২২ সালের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে। 

 

সূচিপত্র

প্রথম রোজা কত তারিখ ২০২২

 

২০২২ সালের প্রথম রোজা কত তারিখ

রমজানের ক্যালেন্ডার ২০২২ অনুযায়ী রমজান শুরু হবে ০৩ এপ্রিল, ২০২২ তারিখ থেকে।

সাবান মাসের ৩০ দিন পূর্ণ হওয়া সাপেক্ষে চাঁদ দেখার ওপর নির্ভর করে ০৩ এপ্রিল, ২০২২ থেকে প্রথম রোজা শুরু হবে।

So, বাংলাদেশের মুসলমান ভাই-বোনেরা ০২ এপ্রিল দিবাগত রাতে সেহরি খেয়ে ০৩ এপ্রিল প্রথম রোজা পালন করবেন। (ইনশাআল্লাহ)

 

রমজানের সময় সূচি 2022। রমজানের ক্যালেন্ডার

 

Avatar

Jan 17 2024

NBA Summer League Schedule Unveiled 2024

Avatar

Jan 16 2024

Events Near Me This Weekend : USA Events

Avatar

Jan 14 2024

New Orleans Pelicans Beat Mavericks

Avatar

Jan 11 2024

OpenAI Unveils ChatGPT Team

Avatar

Jan 10 2024

কেমন হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন?

Avatar

Apr 14 2023

Drake Bell found safe

Avatar

Apr 8 2023

Israel Adesanya 2 vs Alex Pereira: Fight

Avatar

Apr 7 2023

Masters Round 2: All eyes on Koepka

Avatar

Oct 9 2022

Texas Longhorns football great victory

Avatar

Sep 8 2022

Sue Bird just ended her final WNBA match

Ramadan Calendar 2022  

আরবি ১৪৪৩ সালের রমজান ক্যালেন্ডার ইতোমধ্যে ‘ইসলামিক ফাউন্ডেশন অব বাংলাদেশ’ কর্তৃক প্রকাশিত হয়েছে। রমজানের সময়সূচী 2022 ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

আমি নিচে রমজানের সময় সূচি 2022 বা রমজানের ক্যালেন্ডার ২০২২ পিডিএফ দিয়ে দিব। 

রমজান মাসের ক্যালেন্ডার অনুসারে, ০৩ এপ্রিল 2022 থেকে প্রথম রমজান শুরু হবে। তবে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে এটি সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই ০৩ এপ্রিল রমজান শুরু হওয়ার সবচেয়ে সম্ভাব্য তারিখ।

 

রমজানের ক্যালেন্ডার ২০২২

 

২০২২ সালের রোজার ক্যালেন্ডার বা রমজানের ক্যালেন্ডার ২০২২ এখনো যারা পাননি, তাদের জন্য “বিডি ব্লগ টাইম” এর পক্ষ থেকে একটি রমজানের ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।

So, একই সাথে ‘২০২২ সালের রোজার ক্যালেন্ডার বা রমজানের ক্যালেন্ডার ২০২২’ এর ক্যালেন্ডারটি এবং ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ক্যালেন্ডারটিও যুক্ত করে দিবো।

 

রমজানের ক্যালেন্ডার ২০২২। রমজানের সময়সূচি ২০২২ pdf
রমজানের ক্যালেন্ডার ২০২২

So, এটি “বিডি ব্লগ টাইম” এর পক্ষ থেকে তৈরিকৃত রমজানের ক্যালেন্ডার ২০২২। 

এই ক্যালেন্ডারের পিডিএফ: রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ pdf download 

চাইলে ইসলামিক ফাউন্ডেশনের রমজানের ক্যালেন্ডার ২০২২ ক্যালেন্ডার ডাউনলোড করতে পারেন।

ইসলামিক ফাউন্ডেশনের রমজানের ক্যালেন্ডার ২০২২ ক্যালেন্ডার: ক্লিক 

ঢাকা রমজানের সময়সূচি ২০২২। রমজানের ক্যালেন্ডার

 

উপরের প্রকাশিত ক্যালেন্ডারটি শুধু ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য ‘২০২২ সালের রমজানের সময় সূচি’ বা ‘রমজানের সময় সূচি 2022 ঢাকা’।

So, যারা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন, তারা নিঃসন্দেহে “২০২২ সালের রোজার ক্যালেন্ডার বা রমজানের ক্যালেন্ডার ২০২২” অনুসরণ করতে পারেন। 

 

ঢাকার সাথে সেহরি: নারায়নগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, চাঁদপুর 

ঢাকার সাথে ইফতার: নেত্রকোনা, গাজীপুর, পিরোজপুর, মাদারীপুর

Ramadan Calendar 2022

 

সেহরি ও ইফতারের সময়সূচী ২০২২ (বাংলাদেশ)

 

সেহরি ও ইফতারের সময়সূচী ২০২২ ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে, ০২ এপ্রিল দিবাগত রাতে ৪:২৭ মিনিটের আগে সেহেরি খাওয়া শেষ করতে হবে এবং ০৩ এপ্রিল প্রথম রোজার ইফতারের সময়সূচি ৬:১৯ মিনিট। 

So, অন্যান্য এলাকার ইফতারের সময় এই পোস্টের নিচের দিকে দেয়া হবে।

 

ইফতারের সময়সূচি ২০২২ সালের রোজার ক্যালেন্ডার

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২

 

সারাদেশের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২ এর ক্যালেন্ডার নিচে দেয়া হলো। ঢাকার বাইরের এলাকার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২ এখানে দেয়া আছে।

রমজানের ক্যালেন্ডার ২০২২। রমজান মাসের ক্যালেন্ডার ২০২২ pdf

 

উপরের ছবিটির পিডিএফ ডাউনলোড: ক্লিক

So, রমজান মোবারক ২০২২ এর সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২ উক্ত ক্যালেন্ডারে দেয়া আছে। 

 

রমজান মোবারক ২০২২

 

ইসলামের ৫টি মূল ভিত্তি বা স্তম্ভ বা রুকনগুলো হলো: ইমান, সালাত, সাওম, যাকাত ও হজ্জ্ব।

তারমধ্যে সাওম বা রোজা ইসলামের ৩য় স্তম্ভ বা রুকন।

ধনী-গরীব সকল বালেগ ছেলে – মেয়েদের ওপর রমজানের রোজা রাখা ফরজ। কেউ আদায় না করলে গুনাহগার হবে। 

শরিয়তের বিধিমোতাবেক কারও রোজা ছুটে গেলে পরে সেই রোজার কাজা আদায় করতে পারবে। 

সেক্ষেত্রে প্রতিটি রোজার (ছুটে যাওয়া) বিনিময়ে ১টি করে রোজা কাজা আদায় করতে হবে।

But, ইচ্ছাকৃতভাবে কেউ রমজানের রোজা আদায় না করলে তাকে ঐ রোজার কাফফারা আদায় করতে হবে।

আর ১টি রোজার কাফফারা হলো: 

  1. ৬০ দিন একটানা রোজা রাখা। (কোনো কারণে ৬০ টি রোজা একটান পালনে বিঘ্ন ঘটলে অর্থাৎ একটিও বাদ গেলে তাকে পুনরায় প্রথম থেকে আবার ৬০ টি রোজা আদায় করতে হবে)
  2. ১টি রোজার কাফফারা হিসেবে কেউ একাধারে ৬০টি রোজা আদায় না করতে পারলে ৬০ জন মিসকিনকে এক বেলা তৃপ্তি সহকারে খাওয়াতে হবে।
  3. ১ জন দাস মুক্ত করে দিতে হবে। (এখন দাসের প্রচলন না থাকায় এ পদ্ধতি বর্তমানে গ্রহণযোগ্য নয়)

আরো জানুন: কুরআন মজিদের সংক্ষিপ্ত পরিচয় – কোরআন মাজিদ

রোজার নিয়ত

 

রোজার নিয়ত আরবিতে

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

আরবি নিয়তের বাংলা উচ্চারণ

“নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাদা-নাল মুবা-রকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নি ইন্নাকা আনতাস্ সামি-উল আলিম।”

রোজার নিয়তের অর্থ

“হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।”

(collected)

 

ইফতারের দোয়া

 

ইফতারের দোয়া আরবি

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

“আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়াআ’লা রিজক্বিকা আফতারতু”

ইফতারের দোয়া বাংলায় অনুবাদ

“হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই রোজা রাখছি এবং আপিনার দেয়া রিজিক দিয়েই ইফতার করছি”

(আবু দাউদ, হাদিস নং: ২৩৫৮)

 

রমজান মাসের ক্যালেন্ডার ২০২২। রমজানের ক্যালেন্ডার

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য ‘২০২২ সালের রমজানের সময় সূচি’ বা ‘রমজানের সময় সূচি 2022 ঢাকা’।

এছাড়াও অন্যান্য এলাকায় সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২, ২০২২ সালের রমজানের সময় সূচি বা ‘রমজানের সময় সূচি 2022 এর লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। 

আরো জানুন: ইসলামের খলিফা – খিলাফতের ইতিহাস ও খলিফাদের জীবনধারা

শেষকথা:

 

আশা করি, “রমজানের ক্যালেন্ডার ২০২২” কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। But, রমজান আসতে আর বেশি দেরি নেই। সবাইকে অগ্রিম। So, আমরা আল্লাহর উদ্দেশ্য রমজানের রোজা আদায় করার জন্য মনকে স্থির করি। পাপ কাজ থেকে দূরে থাকি। বেশি বেশি আমল করার চেষ্টা করি। আল্লাহ যাতে আমাদের রমজানের সবগুলো রোজা আদায়ের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।

4 Comments

  1. খুবই সুন্দর ও দরকারি একটি পোস্ট তবে ক্যালেন্ডারে একটু ভুল আছে।

  2. আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    আমি যথাসম্ভব দ্রুত ক্যালেন্ডারটি আপডেট করার চেষ্টা করবো।

  3. Pingback: ঈদ মোবারক স্ট্যাটাস ২০২২ - ঈদ মোবারক 2022 (ঈদ স্ট্যাটাস) - বিডি ব্লগ টাইম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button