ইসলামিক জীবনধারা
Trending

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২৪ – ঈদ মোবারক 2024

ঈদ স্ট্যাটাস ২০২৪

Rate this post

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২৪। ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে আজকের এই পোস্টে স্বাগতম। এই পোস্টে ঈদ মোবারক স্ট্যাটাস ডাউনলোড, কোরবানির ঈদ স্ট্যাটাস, ঈদ স্ট্যাটাস বাংলা ইত্যাদি নিয়ে আলোচনা করবো।

আমরা জানি, ঈদ মানেই আনন্দ। ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। ‘ঈদুল ফিতর’ ও ‘ঈদুল আজহা’ এই দুই খুশির দিনে মুসলমানরা সকল প্রকার হিংসা-বিদ্বেষ, ঘৃণা ভুলে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করে। তাই, ঈদ আমাদের ধর্মীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন।

নিজের কাছে মোবাইল ফোন নেই, এমন মানুষ খুঁজে পাওয়া এখন খুবই দুষ্কর। তাই, এই ঈদের দিনে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে অথবা সামনা-সামনি কাউকে ঈদের শুভেচ্ছা জানাতে পারি।

আরো পড়ুন: রমজানের ক্যালেন্ডার ২০২৪। রমজানের সময়সূচি ২০২৪ pdf

নিচে কিছু ঈদ স্ট্যাটাস 2024 দেয়া হলো। এই ঈদ স্ট্যাটাসগুলো আপনাদের পছন্দ হলে কপি করে পাঠাতে পারেন যে কাউকে। চলুন শুরু করা যাক।

 

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২৪। ঈদ মোবারক 2024। (ঈদ স্ট্যাটাস)

 

৩০+ ঈদ স্ট্যাটাস ডাউনলোড

সর্বোচ্চ শেয়ার করা ঈদ মোবারক স্ট্যাটাস

 

ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে।

টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে।

ঈদ এলো জগতে, সালামি দিন নগদে।

থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায়ে।

বিকাশ আছে, নগদ আছে, সালামি না দিলে খবর আছে।

 

১ নং ঈদ মোবারক স্ট্যাটাস

 

ঈদ আসতে আর ১ দিন বাকি…..! এতো খুশি আজ কোথায় রাখি……! বলাটা তো অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি…! একটি বছর ঘুরে আসবে আবার সেই দিন….! ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন….! অনেকেই বিজি ঈদের কাজে….! আনন্দ টা সবার মাঝে…….!

?ঈদ মোবারক?

২ নং ঈদ মোবারক স্ট্যাটাস

ইলিশ মাছের ৩০ কাটা, বোয়াল মাছের দাড়ি! ঈদের দিনে বন্ধু তুমি – এসো আমার বাড়ি।❤️ঈদ মুবারক❤️

৩ নং ঈদ মোবারক স্ট্যাটাস

দূরের মানুষ আসুক কাছে, কাছের জন থাকুক পাশে, মন ছুটে যাক তোমার টানে, নয়া চাঁদের আগমনে, কাটুক খুশি সবার মনে। ?ঈদ মোবারক?

৪ নং ঈদ মোবারক স্ট্যাটাস

যেদিন দেখব ঈদের চাঁদ, খুশি মনে কাটবে রাত। নতুন সাজে সাজব আজ, আজ হলো ঈদের দিন আনন্দে কাটবে সারাদিন। *ঈদ বোবারক*

৫ নং ঈদ মোবারক স্ট্যাটাস

যে দিনটিতে প্রতিটি মুসলমান ভুলে যায় ভেদাভেদ ভুলে যায় বৈষম্য ভুলে যায় ধনী-গরিব সেই দিনটি যেন জীবনের সেরা দিন হিসাবে চির অমর হয়ে থাকে প্রতিটি মানুষের অন্তরে তা হচ্ছে ঈদ মোবারক।

৬ নং ঈদ মোবারক স্ট্যাটাস

আকাশের নীল দিয়ে, সাগরের গভীরতা দিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা ‍দিয়ে তোমাকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা।

৭ নং ঈদ মোবারক স্ট্যাটাস

চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়। কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়। মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা।

৮ নং ঈদ মোবারক স্ট্যাটাস

ডুবে যাবে বিশ্ববাসী আনন্দের সাগরে

রমজানের পরে চাঁদের পাল্কি চড়ে

এসেছে খুশির ঈদ সবার ঘরে ঘরে

মাহে রমজান জুড়ে রোজা রাখার পরে

ঈদের উল্লাস ছড়িয়ে যাবে হৃদয় জুড়ে

*Eid Mubarak*

৯ নং ঈদ মোবারক স্ট্যাটাস

ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে।

রোজা শেষ রোজা শেষ, ঈদ চলে এলো রে।

নতুন জামা পড়বে, হাসি খুশি থাকবে। 

ঈদ চলে এলো সবার দুয়ারে। শুভেচ্ছা রইলো সবাইকে। ?

?ঈদ মোবারক?

১০ নং ঈদ মোবারক স্ট্যাটাস

শুভ রজনী, শুভ দিন, রাত পোহালেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন। দাওয়াত রইলো ঈদের দিন।“ঈদ মোবারক”!

১১ নং ঈদ মোবারক স্ট্যাটাস

যে দিন দেখব ঈদ এর চাঁদ। খুশি মনে কাটাব রাত। নতুন সাজে সাজাব আজ। আজ হল ঈদ এর দিন। আনন্দে কাটাব সারা দিন. . .!

❤️ঈদ মোবারক❤️

১২ নং ঈদ মোবারক স্ট্যাটাস

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে।

খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে

সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক।

“ঈদ মোবারক”!

১৩ নং ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদের দাওয়াত তোমার তরে –

আসবে তুমি আমার ঘরে,

কবুল করো আমার দাওয়াত –

না করলে পাবো আঘাত,

তখন কিন্তু দেবো আড়ি –

যাবো না আর তোমার বাড়ি –

ঈদ মোবারক!!!

১৪ নং ঈদ মোবারক স্ট্যাটাস

নতুন পোশাক পরে নিও, বেশি করে সালামি নিও।সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে, ঈদ মোবারাক বলো প্রান খুলে।

১৫ নং ঈদ মোবারক স্ট্যাটাস

কষ্টের আড়ালে সুখের রসি –

প্রতিটা জীবন কেই আমি ভালবাসি।

তাই প্রতিটা জীবনের প্রতিটা সময়ে শুভ হোক –

সবাই কে জানাই ঈদ মোবারক

 

ঈদ মোবারক স্ট্যাটাস ডাউনলোড | প্রেমিকাকে ঈদ মোবারক 2024 | বউকে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৪

১ নং

রং লেগেছে মনে, মধুর এই ক্ষণে,

তোমায় আমি রাঙিয়ে দিব ঈদের এই দিনে।

‘ঈদ মুবারক’।

২ নং

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,

বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।

কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,

আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।

ঈদ মোবারক।

৩ নং

ঈদের সুন্দর দিনটি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আল্লাহ তোমাকে জ্ঞান এবং সুখ দিয়ে আশীর্বাদ করুন। ঈদ মোবারক!

৪ নং

আমার জীবনে তোমার উপস্থিতি প্রভুর আশীর্বাদের চেয়ে কম নয়। আল্লাহ আপনার সব স্বপ্ন এবং আকাঙ্খা পূরণ করুন! আমীন।

ঈদ মোবারক আমার প্রিয়তমা।

৫ নং

ঈদের দিনগুলি লক্ষ্য এবং অর্জনগুলি উদযাপন করা যা আপনাকে সবচেয়ে আনন্দিত করে। আপনি যে আদর্শে বিশ্বাস করেন, যে স্বপ্নকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তা আজ পূর্ণ হোক। ঈদ মোবারক!

৬ নং

ঈদ মোবারক, সকলের জন্য ভালোবাসা। আল্লাহ আমাদের এই জীবনে এবং জান্নাতে একত্র রাখুন। আমীন।

৭ নং

আপনার বন্ধুত্ব এবং হাসি, আমার দিন যতই নিস্তেজ হোক না কেন আমাকে খুশি করে। ঈদ মোবারক আমার প্রিয়

৮ নং

সোনালি সকাল, রোদেলা দুপুর

পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা

চাঁদনী রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে যাক –

তোমার সারাটা বছর, এই কামনায় জানাই –

ঈদ মোবারাক

৯ নং

প্রিয় সঙ্গীনিকে ঈদ মোবারক। আল্লাহ আপনার দোয়া কবুল করুন এবং আপনাকে নিরাপদ রাখুন। আমীন।

১০ নং

আমার সুন্দরী স্ত্রীকে ঈদ মোবারক। আমার জীবনে তোমাকে থাকা প্রতিটি উপলক্ষকে শতগুণ বেশি আনন্দময় করে তোলে! ঈদুল ফিতরের শুভেচ্ছা নিও।

১১ নং

হাঁসের ডিম মুরগির ডিম

“দেখা হবে ঈদের দিন”

ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’

ঈদের দাওয়াত না দিলে

মারবো একটা ঘুষি!

ঈদ মোবারক

১২ নং

মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।

– ঈদ মোবারক –

 

ঈদ মোবারক স্ট্যাটাস ইংরেজি | ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস english | ঈদ মোবারক স্ট্যাটাস ইসলামিক

1 no.

I pray to Allah on this occasion of Eid to fulfil your life with joy and happiness. Sending you warmest wishes on This Eid! May Allah fulfil all your wishes and bless you with his kindness and love.

Happy Eid Mubarak!

2 no.

May Allah give you happiness of heaven above. Wishing You An Eid That Brings With It Love And Protection Of Allah To Stay Always. Happy Eid Mubarak To You All

3 no.

May the fortunate occasion of Eid, Bless you with peace and Bring joy to your heart and home.

Eid Mubarak!

4 no.

I wish you the gift of faith, the blessing of hope and the peace of his love at Eid and always.

❤️Eid Mubarak❤️

5 no.

A special wish for a wonderful friend on Eid-Ul-Fitar May you get success in all deeds May you get happiness in whatever you do May Allah blessings.

?Eid Mubarak?

 

ঈদ স্ট্যাটাস বাংলা | কোরবানির ঈদ স্ট্যাটাস

১ নং

আপনাকে ও আপনার
পরিবারের সকলের প্রতি
রইল কোরবানি ঈদের শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালবাসা ও শুভ কামনা।

ঈদ মোবারক

২ নং

কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ। আর সেই ত্যাগ বিসর্জন দিয়ে গরিব দুঃখী অসহায় মেহনতী মানুষের খোঁজ খবর নিয়ে সাধ্যমত সাহায্য সহযোগিতার বিনিময় তাদেরকে নিয়ে ঈদ উদযাপন করা হচ্ছে, ঈদুল আযাহার শুভেচ্ছা।

৩ নং

কোরবানির ঈদ যেমনিভাবে মুসলমানদের অন্তরে নাড়া দিয়ে যায় এক নিদারুণ কষ্টের যন্ত্রণার সেই ইতিহাসের দিন। সেই দিনের কথা মাথায় রেখেই সকল মুসলিম উম্মাহ কোরবানি করে থাকে সেই নিয়তে, সেই মানসিকতা তৈরি করে, তবেই তার জন্য ঈদুল আযাহার শুভেচ্ছা।

৪ নং

কোরবানি ঈদের মেসেজ কিংবা এসএমএস বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো, এই ঈদের দিন যদি তুমি সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমার দাওয়াত গ্রহণ করে চলে এসো আমার বাড়ি।

 

ঈদ মোবারক স্ট্যাটাস ২০২৪ | ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা (sms)

১ নং

ঈদ আনে ডালা ভরা খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে নাকো বাসি, ঈদ মোবারক।

২ নং

স্বপ্ন সাজাও রঙের মেলায়। জীবন ভাসাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রাণে। খুজেঁ নাও বাচার মানে। সবাইকে ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

৩ নং

ফুল ফুটেছে বনে বনে। ভাবছি তোমায় মনে মনে। বলছি তোমায় কানে কানে, ঈদের অনাবিল শুভেচ্ছা।

৪ নং

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।

তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।

বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।

ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।

৫ নং

এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি

❤️ঈদ মোবারক❤️

৬ নং

কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেষে। ঈদের দিন বেশ রঙিন তোমাকে শুভেচ্ছা জানাই অগ্রিম।

?ঈদ মোবারক?

৭ নং

**ঐ দেখা যায় ঈদের চাঁদ **

**বাড়ীয়ে দিলাম দুটি হাত **

**মিস্টি মিস্টি হাসিতে **

** দাওয়াত দিলাম আসিতে **

ঈদ মোবারক।

৮ নং

ভোর হলো দুর চোখ খুলে দেখরে –

রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে –

নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে –

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা –

ঈদ মোবারক

 

রেফারেন্স: (তথ্যসূত্র)

আরো (প্রকাশ করতে না পারায় দুঃখিত?)

আরো পড়ুন: ইসলামের খলিফা – খিলাফতের ইতিহাস ও খলিফাদের জীবনধারা

শেষকথা:

দীর্ঘ ৩০ দিন রোজার পর ঈদুল ফিতরের আনন্দ শেষ হতে না হতেই আবার আসছে ঈদুল আজহা। সবাইকে ঈদুল ফিতরের বাসি শুভেচ্ছা? , আর ঈদুল ফিতরের অগ্রিম ঈদ মোবারক?।

ঈদ মোবারক ২০২৪ এবং ঈদ মোবারক স্ট্যাটাস ২০২৪ পোস্টটি আজকের মতো এই পর্যন্তই। কারো পোস্টের সাথে আমার পোস্টটি হুবহু মিলে গেলে একান্তভাবে ক্ষমা চাইছি। আর ঈদ মোবারক স্ট্যাটাস ২০২৪ অর্থাৎ, ঈদ স্ট্যাটাসগুলো সবার মাঝে শেয়ার করুন বেশি বেশি। আসসালামু আলাইকুম।

 

2 Comments

  1. Pingback: বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি - মুসলিম রাষ্ট্রের তালিকা - বিডি ব্লগ টাইম
Back to top button